যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের বরিশাল বিএম কলেজের ক্যাম্পাস এ্যাম্বাসেডর হলেন ইসরাত জাহান মীম।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ইসরাত জাহান মীম কে বরিশাল বিএম কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের বরিশাল বিএম কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পাওয়া মীম বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছে।
ইসরাত জাহান মীম বলেন, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শীঘ্রই বিএম কলেজে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের এর টিম গঠন করে সংগঠনের কার্যক্রমকে বহুদুর এগিয়ে নিয়ে যাবেন বলে জানান।