হারুন আহমেদ: | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 67 বার পঠিত
পাথর কোয়ারী অধ্যুষিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার সবকটি পাথর কোয়ারী খুলে দিয়ে মানুষের জীবন ও জীবিকা রক্ষা এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে।
গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্যোগে উপজেলা সব কয়টি ইউনিয়নের হাট বাজারে চলছে গণস্বাক্ষর কর্মসূচি।
রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের আহবায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব আলীম উদ্দিন দুর্জয়ের দিক নির্দেশনায় গত ২৯ আগষ্ট থেকে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। সাধারণ মানুষের উপস্থিতিতে গণস্বাক্ষর কর্মসূচিতে উপজেলার বন্ধ থাকা পাথর কোয়ারী সমুহ হতে সনাতন পদ্ধতিতে পাথর আহরন এবং ভরাট হয়ে যাওয়া পিয়াইন নদীর উৎস মুখ খননের দাবী জানান তারা।
পাথর কোয়ারি সচলের দাবিতে দীর্ঘদিন থেকে তারা মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ নিয়মতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। তারা জানান, পাথর কোয়ারি খোলার ব্যাপারে সরকারী ঘোষণা না এলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সুদৃষ্টি কামনা করেন। নেতৃবৃন্দ বলেন,পাথর কোয়ারী এলাকায় দীর্ঘদিন থেকে কর্মক্ষেত্র বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। শ্রমিকরা বেলচা, টুকরিসহ প্রতিদিন কোয়ারী এলাকায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে আসলেও সারাদিন অপেক্ষা করে কোথাও কাজ না জুটায় মানবেতর জীবনযাপন করছেন।
দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারীর ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি ও শ্রীপুরসহ সব কয়টি কোয়ারী এলাকার কয়েক লক্ষ শ্রমিকের মাঝে হাহাকার দেখা দিয়েছে। কোয়ারী সচল থাকলে সিলেটসহ দেশের ৩-৪ লক্ষ শ্রমিক কাজ করে নিজের জীবনমান উন্নয়নসহ দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে আরও মজবুত করা হত।
শুধু শ্রমিক নয়, বেকায়দায় পড়েছেন এবার ব্যবসায়ীরাও। র্দীঘদিন থেকে কোয়ারী থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় পাথরের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বেকার হয়ে পড়েছেন। বন্ধ হতে চলেছে জাফলং, ধূপাগুল, ভোলাগঞ্জসহ উত্তর সিলেটের ক্রাসিং জোন এলাকা। কোয়ারী থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় ওই সব ক্রাসার এলাকা শ্রমিক শূন্য হয়ে পড়েছে। ফলে ক্রাসার মেশিন কমমূল্যে বিক্রি করে থাকে বা মেশিনগুলো অকেজো হয়ে পড়ে। পাথর সংশ্লিষ্ট পেশা ছাড়া অন্য কোন পেশা জানা না থাকায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর এলাকার পাথর শ্রমিক পরিবারে চরম অভাব দেখা দিয়েছে।
পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন হত দরিদ্র শ্রমিকেরা। অন্যান্যদের মধ্যে গণ স্বাক্ষর কর্মসূচিতে সহযোগিতায় রয়েছেন, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সদস্য, আব্দুল কাদির সুমন,আলি আমজাদ, বদরুজ্জামান , সুলেমান সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, নাহিদুল হক, নাছির,মুসাহিদ,সোয়েব, আবু কালাম,ইসরাক, তাজুল ইসলাম তুহিন,জামিল আহমদ, আব্দুস সালাম, ফয়সল আহমদ প্রমুখ।
Posted ১২:০২ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com