সোহাগ মিয়া: | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 89 বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ব্যানারে মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা কোর্ট চত্বরে এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে পথসভা করে।
পরে পৌর শহরের পৌর জামতলা বাজারে এসে ঘন্টাব্যাপী সময় নিয়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোসারফ আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মুজিবর রহমান মজি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন-গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার হোসেন ছানু,গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল,পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল,গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম সহ প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ সরকারের ছত্রছায়ায় গোয়ালন্দের বিভিন্ন স্থান ও দৌলতদিয়া ঘাটসহ বিভিন্নস্থানে চাঁদাবাজি করা হচ্ছে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে আমাদের দাবী অনতিবিলম্বে এসব চাঁদাবাজকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
Posted ২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com