আনোয়ার হোসেন | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 34 বার পঠিত
ছাত্র-জনতার গণ আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের যুবদল নেতা শহীদ জুয়েল রানার পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ওই গ্রামে গিয়ে যুবদল নেতা শহীদ জুয়েল রানার কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। পরে শাখাহাতি বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডঃ আলহাজ্ব শামীম কায়সার লিংকন, গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা অ্যাডভোকেট ওবায়দুল হক সরকার বাবলু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, এস.এম. আলতাব হোসেন পাতা, হাসানুর রহমান চৌধুরী ডিউক, যোবায়েরুল হক, মনোয়ার হোসেন রাজু, সাজাদুর রহমান সাজু প্রমুখ।
শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ জুয়েল রানার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেয়া হয়। এরপর ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Posted ৬:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com