সফিকুল ইসলাম বাদল | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক গৌরাঙ্গ অপুকে হত্যা ও তার বাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দেওয়ার ঘটনা তার জীবনে নিরাপত্তা চেয়ে তিনি আজ বুধবার নবীনগর থানা একটি সাধারণ ডায়েরি করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌণে সাতটার দিকে তার মোবাইল নম্বরে ১২৩৪ এমন চার সংখ্যার (সম্ভবত ইন্টারনেট নম্বর) নম্বর থেকে এক ব্যক্তি কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাকে হত্যা ও তার বাড়ি’টি পুড়িয়ে দেয়ার হুমকী দেয়।
এ ঘটনার পর রাতেই ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও সুধীমহলকে নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায়। নবীনগর থানার ওসি আফজাল হোসেন জিডির সত্যতা স্বীকার করে বলেন,’এ ঘটনায় আমরা জিডি গ্রহণ করেছি। পুলিশের একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
জেলার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন,’এ ধরণের ইন্টারনেট নম্বর থেকে আমরা প্রায়ই অনেককে এমন হুমকী দিতে শুনছি। এ হুমকীর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com