হারুন আহমদ: | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 33 বার পঠিত
উত্তর সিলেটের প্রবীন আলেমেদ্বীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা এবং সাবেক সিলেট জেলা সেক্রেটারী, দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার দীর্ঘ ৪৭ বছরের মুহতামিম হজরত মাওলানা আব্দুল খালিক (শায়েখ চাক্তা) হুজুর আর নেই।
তিনি বার্ধক্ষজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা ২টার সময় নিজবাড়ী জৈন্তাপুর উপজেলার চাক্তা গ্রামে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৯১বছর, তিনি স্ত্রী, ২ছেলে ও ৪মেয়েসহ হাজার হাজার ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন রেখেগেছেন। মঙ্গলবার বাদ মাগরিব হুজুরের ওসিহত অনুযায়ী বাড়ি থেকে ফ্রিজিং গাড়ি দিয়ে লাশ নিয়ে আসা হয় দীর্ঘ ৪৭বছরের কর্মস্থল লাফনাউট মাদ্রাসা প্রাঙ্গনে।
এসময় কয়েক হাজার ছাত্র,শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী লাশ দেখতে আসেন আর কান্নায় ভেঙে পড়েন, এতে আশপাশের বাতাস ভারী হয়ে উটে। এদিকে বুধবার সকাল ১০টার সময় জামেয়া মাটে অর্ধলক্ষাধিক মুসল্লিদের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হুজুরের বড় ছেলে মাওলানা আবু তায়্যিব। জানাজাত্তোর হুজুরের স্মৃতিচারণ নিয়ে বক্তব্য রাখেন শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী, শায়খুল হাদীস হযরত মাওলানা উবায়দুল্লাহ ফারুক, শায়খুল হাদীস হযরত মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরি, শায়খুল হাদীস হযরত মাওলানা শফিকুল হক সুরাইঘাটি, শায়খুল হাদীস হযরত মাওলানা আহমদ আলী চিল্লা, শায়খুল হাদীস হযরত মাওলানা মুজিবুর রহমান, শায়খুল হাদীস হযরত মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী, শায়খুল হাদীস হযরত মাওলানা হোসেন আহমদ গণিকান্দি শায়খুল হাদিস হযরত মাওলানা হিলাল আহমদ, শায়খুল হাদীস হযরত মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, হযরত মাওলানা তাফহিমুল হক,দারুস সালাম লাফনাউট মাদরাসার নবনিযুক্ত মুহতামিম হযরত মাওলানা নুরুল ইসলাম ফুড়িগ্রামী। গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী ও আলহাজ্ব শাহ আলম স্বপন এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ ও এমএ মতিন এবং আহবায়ক মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, ক্বারী মাওলানা তৈয়ুবুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, আল-আমীন জামেয়ার সিলেটের হিফজ বিভাগের প্রধান হাফিজ আব্দুল আহাদসহ বিভিন্ন শ্রেনী পেশার অর্ধলক্ষাধিক মুসল্লী।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com