কামরুজ্জামান হেলাল: | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 54 বার পঠিত
সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটিতে লেবার ডে প্যারেড অনুষ্টিত হয়। তিনদিন ব্যাপী লেবার ডে ফেস্টিভ্যালের শেষদিন সোমবার জমকালো প্যারেড অনুষ্ঠিত হয়। হ্যামট্রাম্যাক সিটির বিভিন্ন জাতিগোষ্ঠির কয়েক হাজার মানুষ তাদের নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে উপস্থিত হোন শহরের জোসেফ ক্যাম্পাউর রাস্তায়।
১৯৮০ সাল থেকে মিশিগানের হ্যামট্র্যাম্যাক সিটিতে ঐতিহাসিক লেবার ডেতে অনুষ্ঠিত হয়ে আসছে এই প্যারেড। এতে বাংলাদেশিরা লুঙ্গি, পাঞ্জাবি, ও গামছা পড়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন বাদ পড়েনি বাংলাদেশি জনপ্রিয় বাহন পালকি, রিকশা এছাড়া গাড়ির বহরে এবং অনেকের হাতে ছিল লাল সবুজের পতাকা। নারী, পুরুষ, শিশুরা নানা রঙের বাংলাদেশী পোশাকে অংশ নেয়। অনেকের হাতে দেখা গেছে বাঁশি, বাংলা গানের সাথে নাচ গানে মাতোয়ারা ছিলেন সবাই। এছাড়া মিশিগানে বসবাসরত সকল ধর্মের বাঙালি কমিউনিটি প্যারডে অংশ নেন।
ব্যবসায়ী গিয়াস তালুকদারের তত্ত্বাবধানে এবং এম ফিরুজ আলীর সার্বিক সহযোগিতায় প্যারেডে সংগীত পরিবেশন করেন কানন বড়ুয়া ও তার দল। এছাড়া উপস্থিত ছিলেন হ্যামট্রামেক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদ, গ্লোবাল ডেট্রিয়ট বাংলাটাউন জোনের রেজাউল চৌধুরী, এম ডি ফিরোজ, হ্যামট্রাম্যাক সিটির মেয়র, অফিসিয়াল ডেলিগেট, কাউন্সিলরা সহ অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Posted ১:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com