বদিউজ্জামান রাজাবাবু : | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে মামুন (৩২) নামে একজন ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার যাদুনগর এলাকার মহানন্দা নদীতে ডুবে তার মৃত্যু হয়। মারা যাওয়া মামুন ওই গ্রামের সান্টুর ছেলে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইকবাল পাশা ও উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. ফরিদ উদ্দিন জানান, মামুন এক জন মৃগি রোগী। দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎক মামুনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি তদন্ত।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com