সোহাগ মিয়া: | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 63 বার পঠিত
চর দৌলতদিয়া খালেক মৃধার পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা শিক্ষার্থী সংখ্যা ১০৫ জন প্রথম সাময়িক পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ২২ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
এর আগে জুম্মার নামাজ শেষে সদ্য প্রয়াত দৌলতদিয়া ইউনিয়নের কৃতি সন্তান মানবিক মানুষ ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা আলী নেওয়াজের স্মরণসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুফতি মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা, জনাব মোঃ আলমগীর মোল্লা সভাপতি – অত্র মসজিদ ও মাদ্রাসা, জনাব মোহাম্মদ বিল্লাল মৃধা সম্পাদক অত্র মাদ্রাসা, সদ্য প্রয়াত আয়েশা আলী নেওয়াজ এর কনিষ্ঠপুত্র জনাব মোঃ নাজমুল ইসলাম ফারাবী
এ সময় এলাকাবাসী জানান, সদ্য প্রয়াত আয়েশা আলী নেওয়াজ একজন ভালো মানুষ ছিলেন। সবার সাথে হাসিমুখে কথা বলতেন। তিনি এলাকার গরিব দুঃখী মানুষের খোঁজখবর নিতেন। তারে অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে এখনো শোক বিরাজ করছে। তাছাড়া তার বড় ছেলে মো:নজরুল ইসলাম মোল্লা সৌদি আরব প্রবাসী তিনিও তার মায়ের মত মানুষ সেবা করে যাচ্ছেন।
মুফতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আমরা আমাদের প্রিয় আয়েশা আলী নেওয়াজের স্মরণে কোমলমতি শিক্ষার্থীদের কে নিয়ে আল্লাহতালার কাছে দুহাত তুলে মোনাজাত করেছি। ফরিয়াদ করে জানিয়েছি আমাদের প্রিয় মানুষটাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
Posted ১২:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com