ফরিদপুর জেলা প্রতিনিধি | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা দক্ষিণ চর সুলতানপুর সরকারের এই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জেলা পরিষদের সদস্যও বিএনপি নেতা ইলিয়াস বেগনান্নু তার নিজস্ব জমিতে মাটি খনন করে পুকুরের চারপাশের অন্যের জমিতে দখলে চেষ্টা চেষ্টা করে,জমির মালিকরা বাধা দিলে ক্ষতিপূরণ দিতে আশ্বাস দেয়,সেই ক্ষতিপূরণ নিতে গিয়ে দক্ষিণ চরসুলতানপুরের মৃত্যুর সাজুদ্দিনের ছেলে সাবুর সরদার কে ৫ই সেপ্টেম্বর রাত ৮ ঘটিকায় কানাইরটেক মোড় কানাইরটেক মোড় নামক স্হানে আমার জমি দখল ও জমির ফসলের ক্ষতিপূরণ বাবদ পাওনা টাকা চাওয়ার জন্য ক্ষিপ্ত হয়ে আমার উপর নিলা ফুলা যখম করে এই ঘটনায় আমি রক্তাক্ত হয়ে পরে গেলে সে পালিয়ে যায়।
উক্ত ঘটনার আমার জমির পাশে পুকুর খনন করে, পুকুরের পাড়ে আমার জমি সহ দখল করে এছারাও পুকুরের মাটি টলি করি নেওয়ার জন্য আমার ফসলের জমির ক্ষতি করে। এ ঘটনার সময় সামসুল হক বেগ পান্নু ঢাকায় অবস্থান করে বিধায় তাকে বারবার ফোনে অবহীত করার পরে ও তিনি কোন শুরু হওয়া করে না। পরে বাধ্য হয়ে তার ভাই বিবাদী জেলা পরিশদের সদস্য ইলিয়াস বেগ নান্নু বার বার তার বাড়িতে যাই / কিন্ত তিনি আমাকে সহ আমার এলাকার ক্ষতিগ্রস্ত কাউকে এই বিষয়ে কোন সহযোগিতা না করে। বরং আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।উল্লেখযোগ্য যে তাদের পুকুর খননের যায়গায় বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রিসহ নারী ঘটিত বিভিন্ন অপরাধমূলক কাজ চলে এলাকাবাসী এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর বিগত ০২/০৭/২৪ি ইং তারিখে লিখিত আবেদন করি।
নথি সংযুক্ত পুলিশ সুপার ফরিদপুর ও আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করা হয়েছিল এই ঘটনায় জেলা পরিশদের সদস্য ইলিয়াস বেগ নান্নু আমাকে দেখে নিয়ার আর হুমকি প্রদান করে আসছে এবং সে আমাকে চিরতোরে শেষ করে দিবে বলে হুমকি দেয়া এবং ধারাবাহিকভাবে রুমেন মন্ডল ও সামসুল হক বেগ পান্নু এবং ইলিয়াস বেগ নান্নুর মদদে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। স্থানীয় মানুষরা আমার শোর চিৎকার এগিয়ে আসলে আসামী ঘটনা স্হল ত্যাগ করে
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com