গণধিকার পরিষদের নিবন্ধন এবং ট্রাক প্রতীক পাওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে গণঅধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম শিমুল, জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা আহবায়ক অধ্যাপক আব্দুল হান্নান, সদস্য সচিব মাওলানা আব্দুল গফফারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।