আসাদুজ্জামান তালুকদার | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 106 বার পঠিত
গত ০৭ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ইয়ুথ পার্লামেন্ট এসেম্বলি-২০২৪।এই এসেম্বলিতে রাজশাহী-০১ আসনের এমপি মোঃ নাফিস আতিক শাহরিয়ার বলেন,”বাংলাদেশ সরকার দীর্ঘদিন থেকে তরুণ যুবগোষ্ঠীকে দক্ষ করে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; কিন্তু তরুণদের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার কারণে এ বিষয়ে আশানুরূপ ফল পেতে কিছু ক্ষেত্রে ব্যাহত হচ্ছে।তরুণদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে নিজেকে প্রস্তুত করতে আহ্বান জানান।কোনোমতে সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা না করে নিজেকে দক্ষ করে গড়ে তোলার আহ্বানও জানান।
আজ বাংলাদেশে অনেক মেগাপ্রকল্প বাস্তবায়িত হয়েছে।শতভাগ বিদ্যুতায়ন, পদ্মা বহুমুখী সেতু,ঢাকা মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা,ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল,মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর,মাতারবাড়ী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প,পায়রা বন্দর, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্প,বাঁশখালী বিদ্যুৎ প্রকল্পসহ রয়েছে ঢাকার সাথে সকল বিভাগের দ্রুত যোযোগাযোগ স্থাপনের জন্য ৪ লেন সড়ক,৬ লেন সড়ক,৮ লেন সড়ক নির্মাণের মতো উন্নয়ন প্রকল্পে সরাসরি যুক্ত হয়েছে এদেশের তরুণ প্রকৌশলীবৃন্দ। রাজশাহী-০১ আসন বরেন্দ্র অঞ্চল।
আগে যেই দেখতো বলতো ভবিষ্যতে মরুভূমিতে পরিণত হয়ে যাবে।কারণ ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের সুযোগ না থাকায় সেচের অভাবে ফসল উৎপাদন করা যেতো না।বিদেশি পর্যবেক্ষকগণ বলেছিলেন বরেন্দ্র অঞ্চলে সেচ প্রদান করে ফসল উৎপাদন করা কোনোভাবে সম্ভব নয়।সেই অসম্ভবকে সম্ভব করে বর্তমানে বরেন্দ্র অঞ্চলকে সবুজে সবুজ করেছে আমাদের দেশের প্রকৌশলীবৃন্দ।এভাবে জনগণের সার্বিক কল্যাণ,উন্নয়ন ও মুক্তির পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার।বিরোধী দলকে অনুরোধ করে বলেন আপনারা হিংসা বিদ্বেস না করে এই মহান সংসদে যৌক্তিক দাবি তুলে ধরবেন।বিতর্ক করবেন কিন্তু সেটা হতে হবে যৌক্তিক। বাংলাদেশে মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগই এখন তরুণ যুবগোষ্ঠী।বর্তমানে তরুণরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে বেকারত্ব থেকে মুক্তি পাচ্ছে।
আর এই সুযোগ করে দিয়েছে সরকার।আমরা যদি দেশের তরুণ-যুবগোষ্ঠীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হই,দেশকে কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব হবে না।কারণ এই তরুণগোষ্ঠীই সবচেয়ে বেশি সৃজনশীল এবং কর্মক্ষম।তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে রাষ্ট্রীয় উন্নয়ন দ্রুততর এবং টেকসই করা সম্ভব।আর এজন্য শুধু রাষ্ট্রীয় বিনিয়োগ নয়,ব্যক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যক্তিগত উদ্যোগের যথেষ্ট প্রয়োজন রয়েছে যাতে করে বৈদেশিক মুদ্রা উপার্জনের মাধ্যমে জাতীয় রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সুতরাং,বাংলাদেশ যদি আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়, তাহলে অবশ্যই তরুণ যুব সম্প্রদায়কে যথাযথ এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার প্রস্তাবটি গ্রহণ করা উচিত।”
Posted ৮:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com