আনোয়ার হোসেন | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 26 বার পঠিত
গাইবান্ধায় জমি-জমা বিরোধে মামলা-মোকদ্দমার জের ধরে বিমাতা ভাই শাহজামাল সরকার সাজু (৫৬) এর অত্যাচার নির্যাতনে ভিটে-মাটি ছেড়ে মান-সম্মান ও প্রাণ বাঁচাতে নির্বাসিত জীবন-যাপনের আতঙ্কে দিন কাটতে হচ্ছে মর্মে অভিযোগ ছোট ভাই মোকলেছুর রহমান মাজু’র।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ী গ্রামে। শাহজামাল সরকার সাজু এ গ্রামের মৃত আনিসুল হক সরকারের পুত্র।শাহজামাল সরকার সাজু’র বিমাতা ভাই ভুক্তভোগী মোকলেছুর রহমান মাজু। মোকলেছুর রহমান মাজুর অভিযোগ, লেখা-পড়া করে চাকুরী না হওয়ায় বেকারত্ব ঘোচাতে গাইবান্ধা আদালতে মহুরীর কাজ করেন মোকলেছুর রহমান মাজু।
পাশাপাশি পিতার রেখে যাওয়া সম্পত্তি সমবন্ঠনের পর নিজ প্রাপ্য অংশে চাষাবাদ করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এতে প্রতিহিংসার বসবতি হয়ে দাঁড়ান বিমাতা বড় ভাই শাহজালাল সরকার সাজু। শাহজালাল সরকার সাজু পিতার রেখে যাওয়া বসত ভিটা ছেড়ে প্রায় ৫’শ গজ দূরে আলাদাভাবে বসতি করলেও পিতার সম্পত্তির প্রাপ্য অংশ বুঝে নেন।
এরপরও অহেতুক সম্পত্তির দাবী করে বিরোধ সৃষ্টি করে ছোটভাই মোকলেছুর রহমান মাজু’র সাথে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়েন। এসব বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে শত্রুতাভাব পোষণের এক পর্যায়ে শুক্রবার (৩০ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ৮টায় মোকলেছুর রহমান মাজু নিজের ভোগ দখলীয় মাছের প্রজেক্টে খাদ্য দিতে গেলে সুযোগ বুঝে শাহজালাল সরকার সাজু হাতে রাম দা নিয়ে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসেন।
এ সময় মোকলেছুর রহমান মাজু’র আত্ন চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসতে থাকলে শাহজালাল সরকার সাজু সুযোগ পেলে আবারও দেখে নেয়াসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। শাহজালাল সরকার সাজু’র এ ধরণের নেক্কারজনক কর্মকাণ্ডে ভিটে-মাটি ছেড়ে মান-সম্মান ও প্রাণ বাঁচাতে নির্বাসিত জীবন-যাপনের আতঙ্কে দিন কাটছেন ভুক্তভোগী মোকলেছুর রহমান মাজু।
শাহজালাল সরকার সাজু’র সাথে কথা হলে জানান, জমি-জমা নিয়ে বিরোধে মনোমালিন্য থাকলেও হুমকী-ধামকী প্রদর্শনের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।
Posted ২:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com