তাজ মাহমুদ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 20 বার পঠিত
৯ সেপ্টেম্বর, ২০২৪ রাঙ্গামাটি জেলার লংগদুতে সকাল ১০ঃ০০ টায় পাবর্ত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়াকে নির্মমভাবে গণহত্যার প্রতিবাদে এক র্যালি মিছিল, আলোচনা সভা ও দোহা মাহফিল আয়োজন করা হয়। উক্ত গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হতে এক র্যালি মিছিল বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে গণহত্যায় নিহত কাঠুরিয়াদের গণকবর জিয়ারত শেষে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্রগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদের লংগদু উপজেলা সভাপতি সুমন তালুকদার নীরবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদন মোঃ মনির হোসেনেএ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের বিভাগীয় দায়িত্বশীল মোঃ গিয়াস উদ্দীন, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের সাধারন সম্পাদক হাবিবে আজম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাইনীমুখ ইসলামীয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম এবং গনহত্যায় নিহত কাঠুরিয়া পরিবারের সন্তান ও সদ্য বিদায়ী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ রাকিব হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন পাবর্ত্য চট্টগ্রামে পাকুয়াখালিসহ সকল গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দেশের প্রচলিত আইনে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গণহত্যায় নিহত সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। সেই সাথে পার্বত্য চট্টগ্রামে সকল ভূমিহীন শহীদ পরিবারকে একটি করে বাড়ি প্রদান করতে হবে।
তারা আরো বলেন অনতিবিলম্বে সকল হত্যাকান্ড বন্ধ করে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং বাংলাদেশের অখন্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি-বিদেশী সকল যড়যন্ত্র বন্ধে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে। পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অস্থায়ী সেনা ক্যাম্পগুলো পুনঃ প্রতিষ্ঠা ও স্থায়ী সেনানিবাস নির্মাণ করে ১০৩৬ (এক হাজার ছত্রিশ) কিলোমিটার সীমান্তবর্তী রাস্তা নির্মাণ করে কাঁটাতারের বেড়া দিয়ে বিজিবি, পুলিশ ও র্যাব ও সেনা সদস্যদের পাহাড়ে কার্যক্রম জোরদার করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কর্তৃক চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করার আহবান জানান।
আলোচনা সভা শেষে পাকুয়াখালী গনহত্যায় নিহত কাঠুরিয়াদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাইনীমুখ ইসলামীয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম। উল্লেখ্য, ১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন পাকুয়াখালীতে ৩৫ বাঙ্গালীকে আলোচনার নামে পাহাড়ে ডেকে নির্মমভাবে হত্যা করা হয় যা পার্বত্য চট্রগ্রামের ইতিহাসে পাকুয়াখালী ট্রাজেডি নামে অভিহিত।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com