আনোয়ার হোসেন: | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 44 বার পঠিত
গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটসহ ৫ জন আটক। ইউপি চেয়ারম্যান সুইটকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত ভোররাতে ভরতখালী হাট এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়।
আটককৃত অপর ৪ জন হলেন, গোবিন্দি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম (৪৫), বাঁশহাটা গ্রামের ছেঁড়ায়েত আলীর ছেলে সাহাদত হোসেন পলাশ (৪৫), উত্তর সাতালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম রকি (২৮), গোবিন্দি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে সোহরাব হোসেন আপেল (৩৫)।
এদের মধ্যে শফিকুল ইসলাম (৪৫) ও রিয়াজুল ইসলাম রকি (২৮) এর শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট সহ অপর ৩ জনকে চিকিৎসার জন্য গাইবান্ধার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ৬:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com