রবিবার ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন :   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   37 বার পঠিত

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোড়লতলায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট ও রাবিশ বালু রাস্তার সাববেজে দেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আওয়ামী লীগপন্থী ঠিকাদার মান্নান আগেও অনিয়ম করে রাস্তা তৈরি করেছে দেশ স্বাধীন হওয়ার পরেও এখনো অনিয়ম দুর্নীতি করে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটিতে মাটি খনন করে তাতে সাববেজে খোয়া ও রাবিশ বালু দেওয়া হয়েছে। স্থানীয় মাঠে ৩ নাম্বার ইটের স্তূপ করে সেখানেই খোয়া ভেঙে রাস্তায় দেওয়া হচ্ছে। ইটের স্তূপে দেখা যায়, ভাটার পরিত্যক্ত ভাঙাচোরা নিম্নমানের ইট ও পুরনো ৩ নম্বর ইট। সেখানেই ভাঙা হচ্ছে খোয়া।

স্থানীয় বাসিন্দা মাহবুব আলম জানান, রাস্তাতে ৩ ফিট বারানো হচ্ছে এবং গ্রামের মধ্যে কিছু কিছু ছোট রাস্তা করা হচ্ছে। এই রাস্তাগুলো তিনমাস টিকবে কিনা সন্দেহ। ঠিকাদার কোনমতে রাস্তা ঠিক করে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচে। আগেই করে রেখেছে হয়তো সব টাকা আত্মসাৎ। কাজটি পেয়েছে মান্নান কনস্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। আওয়ামী লীগপন্থী এই ঠিকাদার ঊর্ধ্বতর্ম কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিম্নমানের রাস্তা করে যাচ্ছে।

এ বিষয়ে জানতে মান্নান কনস্ট্রাকশনের ম্যানেজার ইফাত গণমাধ্যম কর্মীদের হয়রানি করে। তিনি ঠিকাদার প্রতিষ্ঠানের অফিসের ঠিকানা ঠিকাদারের নাম্বার ২৪ ঘন্টা অপেক্ষা করানোর পরও দেয়নি। তিনি কত টাকার বাজেটের কাজ , সেটা পর্যন্ত জানায়নি। আপনাকে হোয়াটসঅ্যাপ করছি আমি অনুমতি নিয়ে জানাচ্ছি এ বিষয়ে আমি মালিকের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। এইভাবে করে ২৪ ঘন্টা হয়রানি করে গণমাধ্যম কর্মীকে।

উপজেলা প্রকৌশলী মোঃ ছাবের আলী জানান, আপনার অভিযোগ মতে আমি জায়গাটাই পরিদর্শন করব সেখানে যদি কোন অনিয়ম হয়ে থাকে অবশ্যই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবূজামান বলেন, আমি খোঁজ নিয়ে সড়ক বা এলজিডির অফিসারদেরকে জানিয়ে দিচ্ছি তারা পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

Posted ৮:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com