সাদমান শফিক: | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি বিএনপি নেতার দখল মুক্ত করলেন ডাসার উপজেলা প্রশাসন। তবে ভবনটি জরাজীর্ণ। দ্রুত সংস্কারের দাবী প্রশাসনের।
জানাগেছে, রবিবার (৮সেপ্টেম্বর)মাদারীপুর জেলার ডাসার উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার বসতবাড়ি দখল করে ওই ঘরে ওএমএসের প্রায় এক ট্রাক চাল রাখার অভিযোগ উঠে সোমবার বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ সংবাদ প্রকাশ করা হয়।
মঙ্গলবার দুপুরে কালকিনির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশের একটি দল প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ডাসার উপজেলার মইজপাড়া গ্রামের পৈতৃক ভিটায় পরিদর্শন করেন এবং দখলমুক্ত করেন।
অভিযুক্ত সোহেল হাওলাদার (০১৭১২০৭৪১৩০) কে মুঠোফোনে পাওয়া যায় নাই। তার ছোটভাই ও কাজী বাকাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাছিম হাওলাদার ওয়াসিম জানান, আমার ভাই শনিবার ওএমএস এর চাল ট্রাক থেকে সাময়িক সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘরের বারান্দায় রেখেছিল এ তটুকুই। চাল যেহেতু রাত ১২ টায় এসেছে তাই এখানে রেখেছিল । সকাল হওয়ার সাথে সাথেই গোডাউনে নিয়ে চাল বিতরন করেছে। পত্রিকায় যে সংবাদ উঠেছে তা ভিত্তিহীন ও বানোয়াট।
কালকিনির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটি দখলমুক্ত করি। এ বাড়িটি সরকারের দেখাশুনার আওতায় আছে। এখানে কোন ভাংচুরের আলামত পাইনি। তবে জরাজীর্ণ আছে। দ্রুত সংস্কার প্রয়োজন।
উল্লেখ্য মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মৌজায় সুনীল গঙ্গোপাধ্যায়ের ৭ একর ১৫ শতাংশ পৈতৃক জমি রয়েছে। এসব জমির মধ্যে ২ একর ৯৭ শতাংশ জমি সরকারের খাসজমি হিসেবে রেকর্ড।
সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং ১৯৬৬ খ্রিষ্টাব্দে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য একাডেমী ও পশ্চিমবঙ্গ শিশুকিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন।
Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com