সফিকুল ইসলাম বাদল | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 45 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের আব্দুল মোনেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগম এর বিরুদ্ধে প্রশাসনিকঅদক্ষতা ,সেচ্চাচারীতাও বিনা রশিদে অর্থিক দুনীতি অনিয়মের কারণে সমাজে বিরুপ ধারণা হ্মোভ সৃষ্টি করেছে।উনার অত্যাচার দুঃশাসনও অভদ্র আচারণের কারণে ছাত্র ছাত্রী এবং অভিভাবক ওগ্রামবাসীর মধ্যে ক্ষোভও ঘৃণা সৃষ্টি হয়। কলেজে ভর্তি হওয়ার পর বিভিন্ন ভাবে টাকা দিতে বাধ্য করেন।এনিয়ে অভিভাবক অধ্যক্ষের সাথে দেখা করতে আসলে অভদ্রও অপমানজনক আচারণ করে বিদায় করেন।
এতে অভিভাবকগণের মধ্যে হ্মোভের সৃষ্টি হয়। যার ফলে উক্ত মহিলা অধ্যক্ষকে জুতা পেটা করতে উদ্বত হন।উনি পুনরায় এই কলেজে আসতে চাইলে গ্রামবাসীর জনরোষ ও সম্মিলিত প্রতিরোধের মধ্যে পরে নাজেহালে সম্ভাবনা রয়েছে যা কোভাবেই কাম্য নয়। গত ৯ /৯/২০২৪ইং সোমবার সকাল ১২টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কুদ্দুস মুন্সী এর সভাপতিত্বে ওগৌর সুন্দর পালের সঞ্চালনায় সকল শিক্ষকদের পাশাপাশি কলেজের সাধারণ ছাত্র /ছাত্রীরা কলেজে ক্যাম্পাস হলরুমে আলোচনা প্রতিবাদ সমাবেশ করা হয়।। উনি কলেজের বারান্দায় দাঁড়িয়ে প্রকাশ্যে শিক্ষকদের জড়িয়ে উচ্চস্বরে গালাগালি করে থাকেন।যেটা সুস্থ মানুষের ব্যবহার বলে মনে হয় না।
জানান যায় গত ১৮/৮/২০২৪ তারিখে সকল শিক্ষার্থীদের পহ্মে থেকে অধ্যক্ষের কাছে কিছু দাবি উপস্থাপনা করা হলে উনি সেই দাবি গুলো না পড়ে ঐ দাবির কাগজটি ছিরে ফেলে দেয় এবং কাগজের ওপর দিয়ে হেঁটে চলে যায়।এবং অকথ্য ভাষায় বকাঝকা করেন। এ ব্যাপারে জেলা প্রশাসকও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সেলিম শেখের কাছে কলেজ অধ্যক্ষকে বিরুদ্ধে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছেন।
Posted ২:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com