মুহাম্মদ কাইসার হামিদ: | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 37 বার পঠিত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন দিনব্যাপী কৃষি মেলা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
“কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি মেলা সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কিশোরগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোহাম্মদ শফিকুল ইসলাম। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্ত্বরে অনুষ্ঠিত কৃষি মেলা অনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন তিনি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওবায়দুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ ও কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুভা সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি অফিসার, সার ডিলার, কৃষক-কৃষাণী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
এছাড়াও ওইদিন উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com