আলমগীর হোসেন | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 87 বার পঠিত
`ইসলাম মানেই মিথ্যাচার” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন নীলফামারীর ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের জয়দেব রায় জিতু নামের এক হিন্দু যুবক।
জয়দেব রায় ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের পূর্ব আটিয়াবাড়ি এলাকার জিতেন চন্দ্র রায়ের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে হরিনচড়ার বুড়ির হাটে ওই যুবকের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ তাওহীদি জনতা।
স্থানীয়রা বলেন, গত ৫ সেপ্টেম্বর বাধন দত্ত নামের একজনের ফেসবুক পেজ থেকে এলাকাবাসীর গাছ কেটে ফেলার দ্ব›দ্ব নিয়ে দুপক্ষের উত্তেজনার একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে জয়দেব রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘ইসলাম মানেই মিথ্যাচার’ লিখে সেখানে মন্তব্য করেন।
তার এই মন্তব্যের কারনে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতি দেখে ফেসবুক থেকে তার মন্তব্যটি সরিয়ে ফেলেন ওই যুবক। স্থানীয়রা আরো জানান, ওই ছেলেকে আমরা ডেকে নিয়ে বসে কথা বলেছি তখন সে তার ভুল স্বীকার করেছে।
কিন্তু আমরা তার স্মার্ট ফোন হাতে নিয়ে তার ফেসবুকে নোটিফিকেশন চেক করে দেখি সে ইতিপূর্বেও ইসলাম ধর্ম ও বিভিন্ন আলেম-ওলামাকে নিয়ে তার অনেক আপত্তিকর মন্তব্য করেছেন।
এ ব্যাপারে জয়দেব এর বাবা জিতেন চন্দ্র বলেন, আমার ছেলের ভুলের কারনে আমরা সবার কাছে ক্ষমা চাচ্ছি। কয়েকদিন থেকে আমার ছেলে বাড়িতে নেই।
তার এমন কর্মকান্ডের কারনে আমরা এলাকায় মুখ দেখাতে পারছিনা। এ নিয়ে আমরা আতঙ্কে রয়েছি। হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, ওই ছেলে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।
সে পলাতক থাকায় শনিবার সকালের সমাঝোতার বৈঠকটি হয়নি। তার পরিবারকে বলেছি তাকে নিয়ে আসতে। সে আসলে আলেমসমাজ ও এলাকাবাসীকে নিয়ে বিষয়টি সমাধান করা হবে।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।
Posted ১:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com