আনোয়ার হোসেন | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 35 বার পঠিত
গাইবান্ধা জেলার দিগন্তজুড়ে নজর কাড়ছে রোপা আমন ক্ষেত। কৃষকের স্বপ্নের এ ক্ষেত এখন গাঢ় সবুজে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার আশানুরূপ ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা। গাইবান্ধা জেলার বিস্তৃর্ণ মাঠজুড়ে দেখা গেছে, রোপা আমন ধানের মাঠ এখন সবুজের সমাহার।
কৃষকরা ইতোমধ্যে আগাছা পরিচর্যা ও সার-কিটনাশক প্রয়োগ করছেন এই ক্ষেতে। গাইবান্ধায় শতকরা প্রায় ৭০ ভাগ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পুরণে চেষ্টা করেন। এসবের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে রোপা আমন ধান।
এরই ধারাবাহিকতায় বন্যাসহ নানা প্রতিকুল পেরিয়ে এবার সাতটি উপজেলায় প্রায় ১ লাখ ৩৩ হাজার জমিতে আমন ধান চাষ করা হয়েছে। অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন এই ধানচারা।
এবার অধিক ফলনের আশায় ইতিমেধ্য পরিচর্যা ও সার-কিটনাশক প্রয়োগ শুরু করছেন। এরই মধ্যে ধানের ক্ষেতগুলো সবুজ রঙ ধারণ করায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতের উপপরিচালক খোরশেদ আলম বলেন, চলতি মৌসুমে আমন ধান চাষাবাদে কৃষকরা যাতে করে ভালো ফলন ঘরে উঠাতে পারে সে ব্যাপারে সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া বেশ কিছু কৃষককে প্রণোদনাও দেওয়া হয়েছে।
Posted ১:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com