দেবিদ্বার প্রতিনিধি | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 67 বার পঠিত
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর সারাদেশের মতো উল্লাসে মেতে উঠে দেবিদ্বার উপজেলায়ও ছাত্র-জনতা। ছাত্র জনতার আনন্দ উল্লাসের একপর্যায়ে কিছু দুষ্কৃতকারী থানায় আক্রমণ করে পুড়িয়ে দেয় পুলিশের পিকআপ ভ্যান।
এ সময় থানায় থাকা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয় স্থানীয় সাংবাদিকসহ প্রায় ৪০ থেকে ৫০ জন ছাত্র-জনতা। ওই সময় গুলিবিদ্ধ হয় দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগীর মিয়ার ছেলে সাব্বির (১৭) । ছাত্র আন্দোলন কারী সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওইখানে প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গতকাল বাড়িতে আসেন।
বাড়িতে আসার পর আজ (১৪ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পরেন। তাকে সকাল ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। বাদ আসছ দক্ষিণ ভিংলাবাড়ী তার নিজ এলাকার হুজুর পুকুরপাড় ঈদগাঁহ মাঠে সাধারণ মানুষ, ছাত্র, রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে জানাজা এবং দাফন সম্পন্ন হয়।
সাব্বিরের মা রিনা বেগম বলেন, দীর্ঘ প্রায় এক মাসের বেশি সময় চিকিৎসা শেষে গতকাল ছেলেকে নিয়ে বাড়ি আসি।কিন্তু সকালে আমার ছেলেটি মারা গেল। দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় তার আর লেখাপড়া করা হয়নি। সিএনজি চালিয়ে সংসারের হাল ধরে। আমার এই সংসারের একমাত্র উপার্জনকারী আমার এই ছেলেটা।
Posted ১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com