সোমবার ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাভাবিপ্রবিতে পর্দাশীল ছাত্রী হেনস্থার অভিযোগ

মাভাবিপ্রবি প্রতিনিধি   |   শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

মাভাবিপ্রবিতে পর্দাশীল ছাত্রী হেনস্থার অভিযোগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে নিকাব পরিধান করা ছাত্রী জান্নাতুন মাওয়া তিশা (মুন) পরীক্ষার হলে নিকাব খোলার বিষয়ে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে।তিনি বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক গ্রুপের পোস্টে উল্লেখ করেছেন, পরপর দুইদিন পরীক্ষার হলে তাকে সবার সামনে নিকাব খুলতে জোরাজুরি করা হয়।শিক্ষকদের এই আচরণের প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে অপমান করা হয় এবং হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানিয়েছে, “ইসলামি শরীয়ায় কোথায় লিখা আছে মুখ ঢাকতেই হবে?”এই ধরনের কটূক্তি শুনতে হয়েছে। এছাড়াও, তার নকল করার অভিযোগ তুলে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।তিনি আরও জানান,তাকে অন্য রুমে নিয়ে চেক করার অনুরোধ করার পরও তাকে সবার সামনে নিকাব খুলতে জোরাজোরি করা হয়। নিকাব খুলতে নারাজ হওয়ায় তাকে বিভিন্ন কটুক্তি করা হয়। এই সময় তাকে বলা হয়- মুখ না খুলে ছবি উঠাও কিভাবে?এমন হলে পড়ার দরকার নাই, তুমি চলে যাও,তোমার পরীক্ষা বাতিল,তোমার মতো মেয়েরা পড়তে আসে কেন। এই ঘটনায় তিনি প্রশ্ন তুলেছেন, পর্দা করা মেয়েদের কি ভার্সিটিতে পড়ার কোন অধিকার নাই?

ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করেছেন,তবে তিনি দাবি করেছেন ঘটনাগুলো অন্যভাবে কোড করা হয়েছে। আলাদা জায়গায় নিয়ে ফেইস ভেরিফিকেশনের ব্যপারে জানতে চাইলে তিনি জানান, তিশার পরীক্ষার সিটের অনেক পর একজন ছেলে শিক্ষার্থীর সিট। ঐ জায়গায় অন্যকেউ তার ফেইস দেখার সুযোগ ছিল না তাই পরীক্ষা কেন্দ্রেই তাকে ফেইস দেখাতে বলা হয়।

শিক্ষার্থী সাচ্ছন্দ্যবোধ না করে একপাশে যেয়ে ভেরিফিকেশনের অনুরোধটি কেন রাখা হলো না জানতে চাইলে তিনি বলেন,বাইরে নিয়ে ফেইস ভেরিফিকেশনের আইন নাই এবং এতে অনেক সময় নষ্ট হবে। তিনি আরও জানান,প্রশান্ত নামের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী শিক্ষকদের উপস্থিতেই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে নকল আনার অভিযোগ ও অপমানজনক কথাবর্তা বলেছেন। এজন্য আগামী কর্মদিবসে এই কর্মচারীকে শোকজ করা হবে।

পরীক্ষা বাতিলের হুমকি ও অন্যান্য হুমকির ব্যপারে জানতে চাইলে তিনি জানান,এসব রূপক অর্থে বলা হয়েছে যাতে শিক্ষার্থী ভয় পেয়ে এক্সাম সিটেই ফেইস ভেরিফিকেশনে সহায়তা করেন। ইসলামী শরীয়য় পর্দার বিষয়ে বলেন, আমি এটা বুঝাতে চেয়েছি আমাদের ভেরিফিকেশনের প্রক্রিয়া আর ইসলামী শরীয়াহ পরস্পর বিরোধী না। ড. কানিজ মরিয়ম আক্তার আরও বলেন, বিভিন্ন বিভাগের নিকাব করা মেয়ে শিক্ষার্থীরা ছেলেদের সাথে রিসার্চ করেন।

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগসহ অনেক বিভাগের ছেলে-মেয়ে শিক্ষার্থীরা পুকুরসহ বিভিন্ন জায়গায় রিসার্চের কাজ করছেন, এমনকি রাত দশটা পর্যন্ত ল্যাবে কাজ করেন। শিক্ষার্থীরা আমাদের ছেলে- মেয়ের মতো। যদি কোনো শিক্ষার্থী ছেলে-মেয়ে একসাথে কোনো কাজ করতে আপত্তি করেন তাহলে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী আমাদের সাধ্যমত পরিবেশ নিশ্চিত করা হবে।

ড. কানিজ আরও জানান, এখানে মিস কমিউনিকেশন হচ্ছে। এটা দূর করাট জন্য প্রয়োজন শিক্ষক – শিক্ষার্থী আড্ডা।১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। তিনি আশা করছেন মত বিনিময় সভায় মিস কমিউনিকেশনের সমস্যাটা দূর হবে।শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝা বুঝির অবসান ঘটবে এবং ফেইস ভেরিফিকেশনের জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকার সময়ই মেয়েদের আলাদা ব্যবস্থা করে ফেইস ভেরিফিকেশন করা হবে কিনা বা অন্য ব্যবস্থা নেওয়া হবে কিনা সে সম্পর্কে আগামীকালের মত বিনিময় সভায় আলোচনা হবে।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনাকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন বলে মনে করছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আশা করছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখবে।

Facebook Comments Box

Posted ৪:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com