আনোয়ার হোসেন: | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 35 বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিন্তাই ঘটনায় ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান।এর আগে শনিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় ছিন্তাইকৃত ইজিবাইক, মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার খরিতা গ্রামের আব্দুর রহিমের ছেলে খিদেমুল ইসলাম, পলাষট্টি গ্রামের নাজমুল ইসলাম, একই গ্রামের বিশ্বনাথ মালির ছেলে চন্দন মালি এবং রঘুনাথপুর গ্রামের মোখলেছের ছেলে মীর হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান বলেন, গত ১১ সেপ্টেম্বর ব্যাটারী চালিত ইজিবাইক চালক রায়হান কবীর মিলন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়। পরদিন ১২ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা গ্রাম থেকে পুলিশ ইজিবাইক চালক আবু রায়হানের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে তার মা লাশ সনাক্ত করেন। নিহত রায়হান কবীর মিলনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৪ যুবককে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিন্তাইকৃত ইজিবাইক, একটি মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ১:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com