আফজালুর রহমান আবির: | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন নৃত্যধারার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী উৎস মজুমদার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী সুমাইয়া খান স্মৃতি।
গতকাল শনিবার (১৪ই সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানভীর ইসলাম তামিম ও মৌ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হোসেন সিয়াম, মীম তাজুল ইসলাম তামিম ও জুলি দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক সৌরভ কুমার দাস, প্রচার সম্পাদক রায়হান সিয়াম, অর্থ সম্পাদক মো: আবুল হাসান আব্দুল্লাহ সৌরভ, তথ্য ও যোগাযোগ সম্পাদক শাহরিয়া আলম তন্বী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাফিয়া ফারজানা উর্মি, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অঙ্কিতা কর্মকার, নারী বিষয়ক সম্পাদক বৃষ্টি সিদ্দিকা।
নবনির্বাচিত কমিটির সভাপতি উৎস মজুমদার বলেন,
“নৃত্যধারা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন। শুরু থেকেই নৃত্যধারা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চায় অবদান রেখে আসছে। ৪র্থ কার্যনির্বাহী কমিটি আমাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চাকে আরো উন্নত ও বেগবান করতে কাজ করে যাবে। পাশাপাশি মাভাবিপ্রবিকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে এগিয়ে যাবে নৃত্যধারা। আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রশাসনের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা কামনা করছি।”
সাধারন সম্পাদক সুমাইয়া খান স্মৃতি বলেন,“নৃত্যধারা সাংস্কৃতিক সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রশংসিত। তবে ৪র্থ কার্যনিবাহী কমিটির জন্য বেশ চ্যালেঞ্জিং কিছু সময় অপেক্ষা করছে। আমি আশা করছি, আমাদের সদস্যরা তাদের মেধা, মনন ও পরিশ্রম দিয়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নৃত্যধারাকে আরো সমৃদ্ধ ও উন্নত করবে।”
Posted ৩:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com