২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহত ছাত্র-জনতার স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কলতানের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক মনোরম কনসার্ট। কনসার্টে অংশগ্রহণ করেছিল সরলা, কলরব, রিবেঙ, ডিমোক্রেজি ক্লাউনস ও হান্নান হোসাইনী কাওয়াল। উপভোগ্য এ কনসার্টে হাস্যজ্জ্বল উপস্থিতি ছিল শত শিক্ষার্থীর।