শুক্রবার ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফোন কেড়ে নিয়ে হুমকি, হামলার শিকার দুই গণমাধ্যমকর্মী

শাহেদ হোছাইন   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   20 বার পঠিত

ফোন কেড়ে নিয়ে হুমকি, হামলার শিকার দুই গণমাধ্যমকর্মী

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় শিক্ষকরা আন্দোলন করছেন চার দফা দাবীতে। রবিবার(১৫ সেপ্টেম্বর) কক্সবাজার শহরেও ছিলো তাদের কর্মসূচি। আন্দোলনের অবস্থান কর্মসূচি চলাকালীন অংশ নেওয়া কতিপয় আন্দোলনকারীর হেনস্তার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী, কেড়ে নেওয়া হয়েছে ফোন। হামলার শিকার সাংবাদিকরা হলেন, কক্সবাজারের স্থানীয় দৈনিক দৈনিন্দন এর উখিয়া উপজেলা প্রতিনিধি ইমরান আল মাহমুদ ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার রিপোর্টার এন.এ সাগর। সংবাদ সংগ্রহের সময় আচমকা তেড়ে এসে ইমরানের হাতে থাকা ফোনটি ছিনিয়ে নেন ইসমাইল।

নিজেকে উখিয়ার বড় নেতা দাবি করে ইসমাইল বলেন, “আমাকে চিনস? আমি উখিয়ার বড় নেতা! তোদের ইনফর্ম কে করছে, এখানে কেনো আসছিস?”এভাবে মন্তব্য করে ইসমাইল তাকে হেনস্তা করতে থাকেন বলে জানান ভুক্তভোগী ইমরান। এ সময় ইমরানের সাথে থাকা সহকর্মী সাগর ঘটনার প্রতিবাদ করলে তার উপরও ক্ষিপ্ত হয় ইসমাইল, ইশতিয়াক আহমদ জয় সহ তাদের অন্য সহযোগীরা। এনএ সাগর বলেন, তাদের বিভিন্ন এনজিও অফিসের সামনে দেখতে পায়। সংবাদকর্মী হিসেবে তাদের স্থান থেকে ৫ গজ দুরত্বে দাঁড়িয়ে তারা কি করছে সেই সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।

তবে তাঁরা আন্দোলনের নামে কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে নাকি অনৈতিক সুবিধার আশায় সাধারণ শিক্ষকদের ব্যবহার করছেন খতিয়ে দেখা দরকার।  পরে মোবাইল ফেরত পেলেও এমন আচরণ ইমরানকে হতাশ করেছে জানিয়ে তিনি বলেন, ” এটাতো অনাধিকার চর্চা, আমরা সংবাদ প্রচার করে তাদের সহযোগিতা করছি অথচ আমাদের উপর হামলা হলো। ” এ বিষয়ে জানতে চেয়ে উখিয়ার রাজাপালং এর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সুলতানের পুত্র ইসমাইলের মুঠোফোনে যোগাযোগ করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

একসময় আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলা ইসমাইল বিএনপি দলীয়দের সাথে সখ্যতা তৈরি করে বর্তমানে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এঘটনায় ইসমাইলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মর্মে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার এবং উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

Facebook Comments Box

Posted ৪:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com