আনোয়ার হোসেন: | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 29 বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় রুহুল আমিন সরকার বাদশা (৫৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পৌর শহরের তিস্তা বাজার নামক স্থানে ব্যাটারী চালিত অটোর সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুহুল আমিন সরকার বাদশা উপজেলার পশ্চিম বেলকার সৈনিক পাড়া এলাকার আঃ জলিল সরকারের পুত্র। তিনি উপজেলার হাসপাতাল রোডের একজন কীটনাশক ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে উপজেলা শহরের বাসা হতে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বেলকায় যাচ্ছিলেন রুহুল আমিন সরকার বাদশা। পথিমধ্যে তিস্তা বাজার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটো বাইকের সাথে মুখোমুখি ধাক্কা দিলে। এসময় রুহুল আমিন সরকার বাদশা গুরুত্বরভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম জানান, সড়ক দুঘর্টনার বিষয়টি সম্পর্কে অবগত আছি। এ নিয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com