সাদমান শফিক: | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 19 বার পঠিত
মঙ্গলবার মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার রব্বানী হোসেন এর ডিএমপিতে বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুজ্জামান,বিপিএম, পুলিশ সুপার,মাদারীপুর।
বিদায়ী অতিথির সৃতিচারণ করে পুলিশ সুপার বলেন বিদায় প্রকৃত অর্থে বিদায় নয়, এটা শুধুমাত্র প্রস্থান। তিনি সদ্য বিদায়ী সহকর্মীর ভবিষ্যৎ কর্মজীবন আরো বেশি সাফল্য মন্ডিত হোক এই শুভকামনা করেন। এছাড়াও উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ বিদায়ী অতিথির সাথে সুখ-স্মৃতিচারণ করেন।
বিদায়ী সহকারী পুলিশ সুপার মাদারীপুর জেলায় চাকুরী জীবনের সুখ-স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রিয় সহকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন।
জেলা পুলিশের পক্ষ হতে বিদায়ী সহকারী পুলিশ সুপার এর হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনাসূচক ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার, মাদারীপুর।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
Posted ১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com