আসলাম খান | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 22 বার পঠিত
কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কার্যালয়ে সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,ট্রেজারার ও ডিরেক্টর গণ কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান কালব ক- অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান, বিশেষ অতিথি ছিলেন রংপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামুল রেজ্জা খান জুয়েল, স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আসাফ-উদ -দৌলা শাহীন, কালব্ জেলা প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার রায়,বক্তব্য রাখেন কালব উপজেলা ব্যবস্থাপক আল- হেলাল, কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নব নির্বাচিত সহসভাপতি প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শিক্ষক রেজাউল করিম,ট্রেজারার মাহমুদা নাহার,ডিরেক্টর প্রধান শিক্ষক ফাকের সরকার চাঁদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বসুনিয়া। ২০২৪-২০২৬ অর্থ বছর (তিন বছর মেয়াদী) এ নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের কার্যকাল নির্ধারণ করা হয়েছে।
Posted ৪:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com