মাসুদ রায়হান | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 29 বার পঠিত
গত গভীর সাগরে নিম্নচাপের প্রভাবে ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে যশোর জেলার মনিরামপুর উপজেলার কয়েকটি গ্রামে বন্যা সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি ও উত্তর অঞ্চলের পানির চাপে দেখা দিয়েছে সৃষ্ট বন্যা।
মনোহরপুর টু মনিরামপুর সড়কের কোনাকোলা বাজারে রাস্তার উপর দিয়ে হাঁটু পানি প্রবাহিত হচ্ছে।
ফলে সাধারণ পথচারী ও ইস্কুল গ্রামের ছেলে মেয়েদের যাতায়াতের বিভিন্ন সৃষ্টি হচ্ছে তাদের এই যাতায়াতের সুবিধার্থে মনিরামপুর উপজেলার দুর্গাডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেনের নেতৃত্বে বিএনপি’র ১০ ১৫ জন নিয়ে নিজস্ব অর্থায়নেও সেচ্ছা শ্রমের মাধ্যমে আজ সকালে বাসের সাকো নির্মাণ করেন।
এ ঘটনায় সাধারণ পথচারী ও স্কুলের ছাত্রছাত্রীরা স্থানীয় সংগঠনটিকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com