আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
শুভকামনা বা অভিনন্দন কৃতকার্য শিক্ষার্থীদের জানানো হয়। কৃতকার্যদের পাশাপাশি অকৃতকার্য শিক্ষার্থীদেরও শুভকামনা বা অভিনন্দন জানানোর মধ্য দিয়ে উৎসাহ দেয়া হলে তারাও হতে পারে মেধাবীদের মধ্যে একজন।
‘পারিবনা কথাটি বলিওনা আর, একবার না পারিলে দেখ শত বার।’ কবির কবিতার ভাষায় ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। কোন কাজে ব্যর্থ হলে জীবন শেষ, এমন নয়। বরং ভাবতে হবে এটা জীবনের একটা ‘কমা’ মানে স্বল্প বিরতি, ‘ফুলস্টপ’ বা শেষ নয়। জীবনে জয়-পরাজয়, হাসি-কান্না থাকবেই। হতাশ হয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে না।
দেশ বরেন্য শিক্ষাবিদ, নজরুল গবেষক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ফেসবুক পেজে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, অকৃতকার্য শিক্ষার্থীরা দৃষ্টিভঙ্গির পরিবর্তন না আনলে কখনোই ভাগ্যের গতিপথের বাঁক বদল করতে পারবে না। দৃষ্টিভঙ্গি সবার জীবনে বড় ভূমিকা পালন করে। কাজের শুরুতেই কাঙ্ক্ষিত প্রাপ্তি না পেয়ে হাল ছেড়ে দিলে জীবনে কখনোই মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। মনে সাহস আনতে হবে। হাল ছেড়ে না দিয়ে ঝুঁকি নিয়ে পা বাড়াতে হবে। শুধু একটা সাহসী পদক্ষেপ সৌভাগ্যের পথ মসৃণ করে দিতে পারে।
জীবনের যে কোন ক্ষেত্রে সফল হতে হলে নিজেকে যত্ন নিতে শিখতে হবে। নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে না পারলে, জীবনের ভারসাম্য খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসউইজ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ এজের নিজেকে সবসময় পর্বতারোহী মনে করেন।
“একজন পর্বতারোহী যখন ওপরে উঠতে থাকেন, তিনি পিছলে পড়েন, দুই তিন ধাপ নিচে নেমে যান।
এরপরও ওপরে ওঠতে সাহস হারাননা।
টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, ‘অসংখ্যবার!’ তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, ‘তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?’ উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, ‘মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!’
ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, ‘ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।’বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।’
তাই অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে। তাদেরকে শুভকামনা বা অভিনন্দন জানিয়ে একটু কাছে ডেকে সাহস জোগাতে হবে। এই মহা দুর্দিনে তাদের পাশে দাঁড়ালে আরও বহুজনের মত তারাও পারবে।
Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com