কামরুল আহমদ: | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 47 বার পঠিত
মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির । রাজনগর থানায় বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন , রাজনগর থানা এলাকায় মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে ও বর্তমান পরিস্থিতি জনগণের আস্তা পুলিশের উপর নিয়ে আসতে কাজ করে যাবেন । এছাড়া স্থানীয় যেসব সমস্যা আইনশৃঙ্খলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে সেগুলো নিয়ে কাজ চলমান থাকবে। থানায় সাধারণ সেবা গ্রহীতারা যেন কোন হয়রানির শিকার না হন সেসব বিষয়ে তিনি নজর দিবেন। এসময় রাজনগর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। সাংবাদিকরাও তাকে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহসভাপতি আব্দুল আজিজ, সহসভাপতি শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ ফুয়াদ হোসেন তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য কেএম সাইদুল ইসলাম, কামরুল আহমদ, কামরান আহমদ।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com