সুজন আলী রানীশংকৈল | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 12 বার পঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল (হাসিল) নেওয়ার অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ২১ সেপ্টেম্বর দুপুরে রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
জানা গেছে, পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৩০০ টাকা ও ছাগল প্রতি ১৩০ টাকা টোল আদায় করছিলেন। এ বিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টোল আদায় না করে, অতিরিক্ত টোল আদায় ও টোল আদায়ের মূল্য তালিকা না টাঙানো কারণে কাতিহার হাট ইজারাদার সারোয়ার নূর লেমন কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Posted ২:১১ অপরাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com