আনোয়ার হোসেন: | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের হামলায় বীর মুক্তিযোদ্ধা খগেন্দ্র নাথ প্রামানিক (৭২) নামের এক জনৈক ব্যক্তি গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে জানান থানার অফিসার ইনচার্জ আছাদুজ্জামান।
শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটে গোবিন্দগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিলপাড়ার ওই আহত ব্যক্তির নিজ বাসায়। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
প্রতিবেশিরা জানান, বীর মুক্তিযোদ্ধা খগেন্দ্র নাথ প্রামানিক এর দুই ছেলে চাকরির সুবাদে পরিবার-পরিজন নিয়ে বগুড়ায় থাকেন। বীর মুক্তিযোদ্ধা খগেন্দ্র নাথ প্রামানিক একাই বাড়িতে থাকতেন। এ সুযোগে এ দিন দিবাগত মধ্য রাতে হঠাৎ দরজায় শব্দ হলে পরিচিত ভেবে তিনি দরজা খুলে দেন। এসময় তাৎক্ষণিক এক দুর্বৃত্ত তার ঘরে ঢোকলে দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ঘরে থাকা ধারালো বটির উপর্যুপরি আঘাতে তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশিরা এগিয়ে আসার আগেই ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Posted ২:৩২ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com