কামরুল আহমদ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 69 বার পঠিত
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৩নং মুন্সীবাজার ইউ.পি শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুপুর ২ টা থেকে শুরু হয়ে মধ্যরাতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অত্র অনুষ্ঠানের উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী, হাফিজ মুসলেহ উদ্দিন আখন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক মাও: নজরুল ইসলাম। প্রধান বক্তা তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির খাঁন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ আনজুমানে আল-ইসলাহ্, রাজনগর উপজেলা সভাপতি মাও: রিয়াদুস সালিহীন রিয়াজ, লতিফিয়া ক্বারী সোসাইটি, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মাও: রাহেল আহমদ, তালামীযে ইসলামিয়া, রাজনগর উপজেলা সভাপতি আলী হোসাইন মিতুল, আনজুমানে আল-ইসলাহ্ মুন্সীবাজার ইউ.পি শাখার সভাপতি কামরান আহমদ।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশী বিচারক, ক্বারী আন্তর্জাতিক ক্বিরাত শায়েখ আহমদ বিন ইউসুফ আল-আজহারী পরিচালক, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ।
পবিত্র কুরআান থেজে তিলাওয়াত করেন ক্বারী এমদাদুল হক (ঢাকা), ক্বারী আবু রায়হান (ঢাকা), নুরুল হাসান তাওহীদ (ঢাকা), হাফিজ ক্বারী মোজাম্মিল আহমদ (মৌলভীবাজার) আমন্ত্রিত মেহমানবৃন্দ রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ও রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির।
ইসলামী সংগীত পরিবেশন করেন, গীতীকার ও সুরকার রিসালাহ’র প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, নাশিদ শিল্পী আবু সুফিয়ান (কলরব), শেখ এনাম (সিলেট), দামামা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও পরিচালক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী রফিকুল্লাহ সাদী আল-আজহারী, রিসালাহর অফিস পরিচালক কামরান হোসাইন।
কাওয়ালী পরিবেশন করেন, দামামা ইসলামী শিল্পী গোষ্ঠী, কুমিল্লা। অনুষ্ঠানের উপস্থাপনা করেন, রিসালাহর হাফিজ ফরহাদ আহমদ, তালামীযে ইসলামিয়া ৩নং মুন্সীবাজার ইউ.পি শাখার সভাপতি আবুল কালাম খাঁন ও সম্পাদক সাজ্জাদ সাজু।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com