আনোয়ার হোসেন: | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
মাদক শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপক ভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। ডেকে আনছে মূল্যবোধের অবক্ষয়, ধ্বংস করে দিচ্ছে প্রাপ্তি-প্রত্যাশাকে। তাই মাদকের এই কালো থাবা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে চলছে অভিযান। কিন্তু মাদকের বিস্তার থেমে নেই। অবক্ষয়িত সমাজব্যবস্থার জন্য মাদককেই অনেকাংশে দায়ী করা হয়। যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করতে হবে।
তাই এই অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩ এর সিপিসি-৩ এর একটি দল গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান পরিচালনা করে ৩৮৭ বোতল ফেনসিডিল সহ মুক্তা আক্তার পাখি(২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) র্যাব-১৩, সিপিসি-০৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানাধীন ঝাউলার বাজারের পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকার তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মুক্তা আক্তার পাখিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মুক্তা আক্তার পাখি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পশ্চিম সারাডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে। সেই সাথে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৭:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com