শুক্রবার ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চার বছরের কন্যা রেখে নিখোঁজ স্ত্রী রিতু পন্না’র সন্ধান চান দুবাই প্রবাসী আসাদুল্লাহ

মুহাম্মদ কাইসার হামিদ   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   76 বার পঠিত

চার বছরের কন্যা রেখে নিখোঁজ স্ত্রী রিতু পন্না’র সন্ধান চান দুবাই প্রবাসী আসাদুল্লাহ

চার বছরের কন্যা রেখে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী মোছা. রিতু পন্না’র সন্ধান চান আসাদুল্লাহ নামে এক দুবাই প্রবাসী। আসাদুল্লাহ (২৬) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের রামদী গ্রামের আবু তাহের এর ছেলে। আসাদুল্লাহ’র বড় ভাই জসীম উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার (৩৭) বলেন, তার দেবর আসাদুল্লাহ পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের মো. ফরিদ মিয়ার কন্যা মোছা. রিতু পন্না ওরুফে ঋতু আক্তার (২৪) কে ভালবেসে প্রথমে গত ২০১৯ সালের ২০ জুন নোটারী পাবলিক অব বাংলাদেশ, কিশোরগঞ্জ এর মাধ্যমে বিবাহ করেন। যাহার রেজি. নং-৮০।

পরে ওই মাসের ২৬ তারিখ ইসলামি শরা শরিয়ত মতে ও রেজি. কাবিন মূলে বিবাহ করেন। তাদের বিবাহিত জীবনে সায়েদা আক্তার নামে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। তাদের কন্যার বর্তমান বয়স প্রায় চার বছর। বিয়ের পর রিতু পন্না’র স্বামী দুবাই থাকার সুবাদে বেশির ভাগ সময় কন্যাকে নিয়ে তার বাবার বাড়িতেই অবস্থান করতো এবং সকলের অগোচরে তাহার মোবাইল ফোন দিয়ে অন্য ছেলের সহিত কথা বার্তা বলাসহ পরকিয়া প্রেমে জড়িয়ে পরে।

তাকে একাধিকবার বাধা নিষেধ দেওয়ার পর গত ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে কন্যাকে তার বাবার বাড়ি মায়ের নিকট রেখে স্বামীর পাঠানো নগদ টাকা, স্বার্ণালংকার ও প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়।

রিতু পন্নাকে খোঁজা খুঁজি করে কোথাও না পাওয়ায় তার পিতা মাতা ও আত্মীয় স্বজনদের নিকট রিতু পন্নার বিষয়ে জিজ্ঞাসা করিলে তারা আসাদুল্লাহ’র পরিবারের সদস্যদের নামে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানী করার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়রীতি প্রদান করে।

এ ব্যাপারে রিতু পন্না ওরুফে ঋতু আক্তারের মা আমেনা খাতুন (৪২) বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর রোববার বাজিতপুর থানায় মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর- ৩২৬। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, গত ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টার দিকে জোয়ারিয়া মহিলা মাদ্রাসার কথা বলিয়া বাড়ি হইতে বের হয় তার মেয়ে ঋতু আক্তার।

তার মেয়ে ঋতু প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় পড়ানো শেষে আর বাড়িতে ফিরে আসে নাই। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও পাওয়া যায় নাই। মেয়ের মোবাইল নম্বর -০১৮-৩২৩৯০৬২৮৮ বলে জানান তিনি। রিতু পন্না’র আরো একটি মোবাইল নম্বর হলো 01833-412711 এটি। এ ঘটনার পর থেকে মা’কে না পেয়ে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে চার বছরের মেয়ে সায়েদা আক্তার। সে সারাক্ষণ মা মা বলে কান্নাকাটি করছে।

সুদূর দুবাই থেকে আসাদুল্লাহ তার স্ত্রী রিতু পন্না ওরুফে ঋতু আক্তারকে ফিরে পেতে দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করেন। নিখোঁজ রিতু পন্না ওরুফে ঋতু আক্তারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনের সুইস অপ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ৬:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com