আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 40 বার পঠিত
টাঙ্গাইলে গ্রামের বাড়িতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের কবর জিয়ারত করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা।
কক্সবাজারে চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলে গ্রামের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের নেতৃত্বাধীন এই দলের সদস্যরা নির্জনের মা-বাবা ও বোনের সঙ্গে কথা বলেন।
পরে সাংবাদিকদের উদ্দেশে ফজলে এলাহি আকবর বলেন, ‘তানজিমের নাম এ দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা, সে মারা গেছে ইউনিফর্ম পরে অপারেশন করতে গিয়ে। এটা একটা দুর্ঘটনার বিষয়।’
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাতজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা বিএনপির নেতারা সমবেদনা জানান। পরে নিহতের কবর জিয়ারত করে বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও মোনাজাত করেন।
ফজলে এলাহি আকবর আরও বলেন, ফুল ফুটতে না ফুটতেই শেষ হয়ে গেল। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তবে এই পরিস্থিতি একটাই আমাদের স্মরণ করিয়ে দেয়, যে আমাদের দেশে এখনো অরাজকতা বিস্তার করছে। গত ১৫ বছরের দুঃশাসনে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। এ ডাকাত বা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে ধর্ম, বর্ণ সব ভেদাভেদ পেছনে ফেলে আমাদের একত্রভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের এ অন্তর্বতী যে সরকার দ্বিতীয় বিপ্লব ও স্বাধীনতা করে এসছে এটা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ কারণে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। যাতে আমরা চিরতরে বাংলাদেশে আর ফ্যাসিবাদী সরকার সৃষ্টি হতে না পারে।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক বলেন, আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ৭ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমরা চাই নির্জনের হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কঠিন বিচারের আওতায় আনা হোক।
এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান, রাশেদ, সাঈদ খান ও মেজর সিদ্দিক, মান্নান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বিএনপির এই প্রতিনিধি দল সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের বাড়িতে তার মা বাবা ও বোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন ও কবরস্থানে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও মোনাজাত করেন।
Posted ৩:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com