রবিবার ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুলিয়ারচরে শারদীয় দুর্গাপুজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ:   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত

কুলিয়ারচরে শারদীয় দুর্গাপুজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পূজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর ও বাজিতপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, পৌর বিএনপি’র সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা’র আমির

মাওলানা রফিকুর রহমান, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়, পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মন্টু বিহারি ঘোষসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এছাড়া অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, মো. আনোয়ারুল হক আমান, শাহীন সুলতানা ও আলী সোহেল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজীব, ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম আহমেদ ও মো. রামিম মিয়া, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে উপস্থিত বক্তাদের বিভিন্ন বিষয়াদি এবং সমস্যা নিয়ে আলোচনা শেষে উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ৩২ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার জন্য ঊর্ধ্বতনের নির্দেশনানুযায়ী উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com