আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে তীব্র গরম থেকে মুক্তি পেলেও স্থবির হয়ে পড়েছে জনজীবন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে গাইবান্ধার আকাশ মেঘলা। থেমে থেমে চলছে বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে রাস্তাঘাট ও শহর-বন্দরে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। সকালে অফিসকর্মী ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে রিকশা-ভ্যানচালকসহ দিনমজুর শ্রেণির লোকজন বের হতে না পারায় ব্যাহত হয়ে পড়েছে জীবিকা নির্বাহের পথ। কৃষকরা ভাবছেন অতি বৃষ্টি হলে হতে পারে ফসলের ক্ষতি।
সকালে এক অফিসকর্মী বলেন, বৃষ্টির কারণে সময় মতো অফিসে যাওয়া যাচ্ছে না। রিকশা, অটোওয়ালারা বেশি ভাড়া নিচ্ছেন।এক স্কুলশিক্ষার্থী জানান, ঠিক সময়ে বের হয়েও স্কুলে পৌঁছতে দেরী হচ্ছে। বৃষ্টির কারণে রিকশাও পাওয়া যাচ্ছে না। আবার ক্লাসেরও সময় হয়ে আসছে।
গাইবান্ধা কৃষি বিভাগ জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কৃষকের তেমন ক্ষতি হবে না। তবে এটি যদি স্থায়ী হয়, সেক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com