মোঃ হৃদয়: | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন করেছে দ্রোহের গান ও কবিতা। চিন্তকের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের (বিবিএ বিল্ডিং)নিচে এই আয়োজন করা হয়েছে। আয়োজনের প্রথম পর্যায়ে কবিতা আবৃত্তি ও ক্যাম্পাসের নিজস্ব ব্যান্ডের গান পরিবেশন করা হয়।তারপর একে একে চান্দের গাড়ি,সমগীত,স্বপ্নবাজ,গানপোকা,দ্য কমরেড ইত্যাদি ব্যান্ড তাদের গান পরিবেশন করেন।
আয়োজকদের মধ্যে তাহসিভ ইভান বলেন,” যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ইতিহাসের স্বাক্ষী হলাম, তার উৎসর্গে আমাদের আজকের আয়োজন। চিন্তক বরাবরের মতো অন্যায়ের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিকভাবে সোচ্চার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। তাই, এবারো আমরা জুলাই গণঅভ্যুত্থানে অগ্রগণ্য শিল্পীদের সাথে নিয়ে আমাদের এই ‘দ্রোহের গান-কবিতা’ আয়োজন করেছি।”
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com