মোঃ পাপুল সরকার: | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উৎসব নির্বিঘ্নে পালন করতে পাশে থাকার ঘোষণা দিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক।
তিনি আরো বলেন, পূজায় কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় বিকেলে পলাশবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যতদিন উৎসব চলবে, ততদিন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তার কাজে সহযোগিতা করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বক্তব্যে এই নেতা যোগ করেন, অন্য দলের চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই হবে না।
গত ১৫ বছর যারা চাঁদাবাজি সন্ত্রাসী করে জনগণের ওপর অত্যাচার করেছে, আমাদের দলে তাদের ঠাঁই হবে না। অন্য দলের চাঁদাবাজ সন্ত্রাসীদের পুনর্বাসিত করার চেষ্টা করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিতে যোগ্য নেতাকর্মীর অভাব নেই। সুতরাং অন্য দলের সন্ত্রাসীদের গণমানুষের এই দলে জায়গা দিয়ে দল ভারি করার কোনো সুযোগ নেই।
পলাশবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক মোতাল্লেব সরকার বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মিল্লাত সরকার মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোমিনুল ইসলাম মমিন, পৌর আহবায়ক শামিম রেজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, শ্রমিকদলের সদস্য সচিব দুলাল সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ২:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com