বদিউজ্জামান রাজাবাবু | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি দুর্গাপূজা মন্ডপে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ৫৯ বিজিবির মতবিনিময় সভায় হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত মতবিনিময় সভায় রহনপুর (৫৯বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শারদীয় দূর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয়, সেই জন্য বিজিবির পক্ষ হতে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ একটি অসা¤প্রদায়িক এলাকা। এখানে সব ধর্মের মানুষ সা¤প্রদায়িকতার উর্ধ্বে থেকে একসাথে বসবাস করে আসছে এখানকার মানুষ। তাই আমরা আশা করছি, একটি উৎসব মুখর পরিবেশে এবারও পুজা উদযাপন করা হবে। এসম বক্তব্য রাখেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা, বালিয়াদিঘি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি। এসময় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে বালিয়াদিঘি দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন রহনপুর (৫৯বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া।
Posted ২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com