পলাশ শীল ওমান | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 28 বার পঠিত
ওমানে বাংলাদেশ সোশাল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:) উদযাপন উপলক্ষে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় ওমান আল কুয়ের জাকের মল ফাহাম বল রুমে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপির সভাপতিত্বে সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি এম এন আমিন , প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট,ওমানের প্রথম সচিব মোহাম্মদ আসাদুল হক ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম (সিআইপি)।গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জে এর সিইও ইফতেখার উল হাসান চৌধুরী।পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন ক্লাবের ট্রেজেডার মাওলানা আব্দুল সালাম আল কাদেরী ।
মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ও ক্লাবের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, সিরাজুল হক সিআইপি, আব্দুল রহিম ,আবুল বশর সরকার,মহসীন আলী সরকার, নাজিম উদ্দীন চৌধুরী , শাহজাহান,জসিম উদ্দিন, নুরুল আজিম মানিক । মাহফিলে বিপুল সংখ্যা বাংলাদেশেসকমিউনিটির প্রবাসীরা উপস্থিত ছিলেন।
উক্ত মিলাদে আরো উপস্থিত ছিলেন ক্লাবে সহ-সভাপতি আজিমুল হক বাবুল (সিআইপি) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, ইন্জিঃ মোস্তফা কামাল,সৈয়দ মন্জুরুল ইসলাম ইন্জিনিয়ার, ইন্জিনিয়ার আব্দুল হামিদ,জনাব শাহাবুদ্দিন সিআইপি, আল বারাকা গ্রুপের এর চেয়ারম্যান আবু ইউসুফ সিআইপি সহ কমিউনিটির মান্যগন্য ব্যক্তিবর্গস।
আরও উপস্থিতি ছিলেন ক্লাবের চট্টগ্রাম উইংস, কুমিল্লা উইংস, নোয়াখালী উইংস, স্পোর্টস উইংস, ঢাকা উইংস, ইঞ্জিনিয়ার উইংস,উত্তরবঙ্গ উইং, হাটহাজারী সমিতি ওমান, , বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সোহার ইউনিট, এর সিনিয়র নেতৃবৃন্দ। মিলাদ কিরাআত শেষে দেশ, জাতি, ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত বিপুলসংখ্যক অতিথিদের মাঝে তবুরুদ বিতরণ করা হয়।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com