নিজস্ব প্রতিবেদন: | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 557 বার পঠিত
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি’র বিরুদ্ধে মধ্যযুগীয় কায়দায় শাকিল নামের এক যুবককে পেটানোর অভিযোগ উঠেছে। যার ৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা লতাচাপলী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আল সাঈদ’র নেতৃত্বে কয়েকজন লোক শাকিল নামের ওই যুবকের হাত পা ধরে রেখেছে, এবং কয়েকজন মিলে তাকে বেধড়ক পেটাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আলীপুর থ্রী পয়েন্ট এলাকার যমযম মার্কেটের একটি কক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।এবিষয়ে ভুক্তভোগী শাকিল জানান, এতোদিন ভয়ে তিনি কাউকে কিছু জানায়নি। গত (২৭ সেপ্টেম্বর) শুকবার Happy নামের একটি ফেইসবুক পেজ থেকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
শাকিল জানান তাকে তুলে নিয়ে আলীপুর বাজারের একটি ঘরে নির্মম ভাবে নির্যাতন করেন এবং ভবিষ্যতে এই ঘটনার জন্য আইনের আশ্রয় নিলে তাকে প্রাণনাশ ও তার বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় আল সাঈদ ও তার সঙ্গীরা।
Posted ৭:১২ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com