সুজন আলী | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 40 বার পঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশংকৈল উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রানীশংকৈল উপজেলার পৌর শহরের শান্তা কমিনিউটি সেন্টারের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশংকৈল উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবি আমীর মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী’র জয়েন্ট সেক্রেটারি মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার,পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস,পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল।
উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সহ-সভাপতি অনিল চন্দ্র রায় ও গপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বসাক, হিন্দু নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অমল চন্দ্র রায়,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক,অধ্যক্ষ মহাদেব বসাক,অধ্যাপক প্রশান্ত বসাক,পূজা উদযাপন কমিটির সহ সভাপতি খোকন সরকার প্রমুখ। সম্প্রীতি সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে উদযাপিত হয় সে ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পাহারা দেওয়ার কথা বলেন,সেইসাথে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার ৫৪ টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ প্রায় দুই শতাধিক হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী।
Posted ১:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com