মোঃ মুরাদ মিয়া | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 15 বার পঠিত
শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর ৩১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকায় কামাল হোসেন (৫০) নামে ইজিবাইক চালককে আটক করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়ন থেকে অবৈধভাবে বিক্রির জন্য ৩১ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারি চাল গাড়ীতে বোঝাই করে নিয়ে যাচ্ছিল ইজিবাইক চালক কামাল হোসেন। এরপর ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয়রা চাল বোঝাই ইজিবাইক দুটি আটক করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তা বোঝাই গাড়ী সহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম বলেন, ঘটনাস্থল থেকে ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। এঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com