আনোয়ার হোসেন: | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 38 বার পঠিত
সম্প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শহরের ভি-এইড রোডের বড় মসজিদের সামনে থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করেন ‘রাসূল প্রেমি তৌহিদী জনতা’। একই সময়ে ‘বিশ্ব মুসলিম জাতি’র ব্যানারে শহরের খানকাহ্ শরীফ মসজিদ মাঠ থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিল দু’টি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন, রাসূল প্রেমি তৌহিদী জনতার পক্ষে মাওলানা মুফতি এনামুল হাফিজ, মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ জোবায়েরসহ অন্যান্যরা। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে জাওয়াত, সিফাত মন্ডল, রাফি, সিয়ন, রাফিনসহ আরও অনেকে বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া তৌহিদী জনতা ও শিক্ষার্থীরা বক্তব্যে অভিযোগ করেন, ‘ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।’
বক্তারা আরও বলেন, ‘কোনো ধর্মই অন্য ধর্মকে কটুক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)কে অপমান করা মানবতাবাদী আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। রাসূল (সা.) নিয়ে যারা কটুক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না।’
Posted ২:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com