মোঃ হৃদয়: | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত
ভারতীয় পুরোহিত কতৃক মহানবী হযরত মুহাম্মদ (সা) কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিজেপি নেতার অকুন্ঠ সমর্থনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরীর শিক্ষার্থীরা এ প্রতিবাদ সমাবেশ করেন।
এজন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হয়ে সেখান থেকে একটি মিছিল বের করে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এসে সমবেত হয়। এসময় ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
মাসুদ রানা নামের এক শিক্ষার্থী বলেন, আমরা কেন্দ্রীয় ও উন্মুক্ত পাঠাগারের শিক্ষার্থীরা প্রতিবাদের জন্য দাড়িয়েছি।মহানবীকে নিয়ে কূটক্তি ভারতীয় উপমহাদেশে নতুন কিছু নয়। বাংলাদেশ, ভারত এমনকি পাকিস্তানেও মহানবীকে নিয়ে কটুক্তি করা হয়। আমাদের চাও এই কটূক্তি বন্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে। ভারত যদি এমন কটূক্তি অব্যাহত রাখে তাহলে বাংলাদেশের মুসলমানরা মুম্বাই অভিমূখে যাত্রা করতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, মহানবীকে নিয়ে যারা কটূক্তি করবে আমরা মুসল্মান হিসেবে ছাড় দিব না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা কটূক্তিকারীদের শাস্তি নিশ্চিত করব।
শাহিন মিয়া নামের এক শিক্ষার্থী বলেন, মহানবী কে যে বা যারা কূটিক্তি করেছে তাদেরকে প্রকাশ্যে মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এর প্রতিবাদে আমাদের দেশের সরকার পক্ষ থেকেও একটি প্রতিবাদ লিপি দিতে হবে। অন্যথায় আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com